পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। নির্বাচন কমিশন (ইসি) হাইকোর্টের দেয়া জামিন বাতিল করার আবেদন জানায়।
আবেদনের ওপর শুনানি গ্রহণ করেন বিচারপতি মো. নূরুজ্জামান। পরে আদালত আবেদন নামঞ্জুর করেন। এতে বহাল থাকে নিক্সন চৌধুরীকে দেয়া হাইকোর্টের ৮ সপ্তাহের জামিন আদেশ। নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন ড.শাহদীন মালিক। সরকারে পক্ষে শুনানিতে অংশ নেন সহকারি অ্যাটর্নি জেনারেল সাইফুল ইসলাম।
গত ২০ অক্টোবর বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের ডিভিশন বেঞ্চ তাকে জামিন দেন। কাউকে ভয়-ভীতি প্রদর্শন করা যাবে না-মর্মে শর্ত দিয়ে তাকে জামিন দেয়া হয়।
এর আগে গত ১৫ অক্টোবর ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করে ইসি। চরভদ্রাসন থানায় জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম এ মামলা দায়ের করেন। এজাহারের উল্লেখ করা হয়, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ ও উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ বিধি অনুযায়ী নিক্সন চৌধুরীর বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।