Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবাইকে ডিজিটাল সুবিধা গ্রহণের আহবান

বগুড়ার পল্লীতে তথ্য অফিস আয়োজিত বৈঠক

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি পল্লীতে তথ্য অফিস আয়োজিত দুটি উঠান বৈঠক হয়েছে। বৈঠকে বগুড়া জেলার সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার জাতীয় বাজেট দেশের সমৃদ্ধি ও আর্থিক ভিত্তির বাস্তব প্রমাণ। তিনি সরকারের দেয়া সব ডিজিটাল সুবিধা গ্রহণের জন্য গ্রামবাসিদের প্রতি আহবান জানান।
গতকাল বৃহষ্পতিবার দুপুরে জেলা তথ্য অফিস আয়োজিত সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি উত্তর পাড়া পল্লীতে অনুষ্ঠিত প্রথম বৈঠকে ওই আহবান জানান। বৈঠকে সভাপতিত্ব করেন মো. শামসুল হক। বৈঠকে আরো বক্তব্য রাখেন ইনকিলাবের বিশেষ সংবাদদাতা মহসিন রাজু, জেলা তথ্য অফিসের ঘোষক জুলফিকার মো. আব্দুর রউফ ও কুপতলা মহিলা উন্নয়ন সংস্থার সমন্বয়ক বিপ্লব হোসেন। পরে দীঘলকান্দি যমুনা ঘাটে অপর বৈঠকটি অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্য-অফিস-বৈঠক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ