Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ালটন চতুর্থ জাতীয় নারী থ্রোবলে সেরা বাংলাদেশ আনসার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ৮:১৫ পিএম

ওয়ালটন চতুর্থ জাতীয় নারী থ্রোবল প্রতিযোগিতায় সেরার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ আনসার। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে আনসার ৩-০ সেটে বাংলাদেশ পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। এটি আনসারের হ্যাটট্রিক শিরোপা জয়। এর আগে ২০১৭ ও ২০১৯ সালেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল। থ্রোবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের নিয়ে উল্লসিত আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির বলেন, ‘ক্রীড়াঙ্গণে সেরার মুকুট আনসারের। সব খেলাতেই আমাদের ক্রীড়াবিদদের উৎসাহ দিয়ে থাকেন মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এবং উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী। তাই ছেলে মেয়েরা ভালো ফল বয়ে আনতে বদ্ধ পরিকর। ভবিষ্যতেও ক্রীড়াঙ্গণে আমাদের সাফল্য অব্যাহত থাকবে।’ এদিকে রাজশাহীকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও পদক দেয়া হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার। এ সময় থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. শরীফ আশরাফউজ্জামান ও যুগ্ম সম্পাদক বিএম শহীদুজ্জামান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ