Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানহীন সিনেমার বিরুদ্ধে কঠোর হবে সেন্সর বোর্ড-অরুণা বিশ্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

এবার মানহীন সিনেমার বিরুদ্ধে কঠোর হচ্ছে সেন্সর বোর্ড। সিনেমার মান ভাল না হলে মুক্তির অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য অভিনেত্রী অরুণা বিশ্বাস। তিনি বলেন, আগামিতে দেখার মত সিনেমা না হলে মুক্তির অনুমতি দেবে না সেন্সর বোর্ড। সিনেমার গল্প যদি ঠিক না থাকে, ক্যামেরার কাজ অসামঞ্জস্য মনে হলে সেই সিনেমার সেন্সর আটকে দেয়া হবে। সেন্সর বোর্ড থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, সিনেমা প্রদর্শনের আগে সেন্সর বোর্ড সবার আগে দেখে সিনেমায় অশ্লীলতা, ধর্ম, বর্ণ বা রাষ্ট্রদ্রোহী কোনো দৃশ্য বা সংলাপ রয়েছে কিনা। এসব উপকরণ পাওয়া না গেলে সেন্সর ছাড়পত্র দিতে আপত্তি কর না। তবে এসবের পাশাপাশি এখন থেকে সিনেমার গল্প এবং টেকনিক্যালি উন্নত না হলে সেন্সর বোর্ড কঠোর হবে। মোট কথা, সিনেমা দেখার উপযোগী ও যুক্তিসংগত হতে হবে। যেমন খুশি তেমন সিনেমা বানালে সেন্সর হবে না। অরুণা বিশ্বাস বলেন, এই নিয়ম আগেও ছিল। তবে সিনেমা সংকটের কারণে সেন্সর বোর্ড মোটামুটি মানের হলেও বিশেষ বিবেচনায় অনুমতি দিত। কিন্তু এখন থেকে সেন্সর বোর্ড এ ধরনের বিবেচনা করবে না। মানহীন সিনেমার বিপক্ষে কঠোর হবে সেন্সর বোর্ড। নির্মাতাদের আগে জেনে বুঝে সিনেমা বানাতে হবে। সিনেমা নির্মাণ সহজ কোনো কাজ নয়, এটা তাদের বুঝতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অরুণা-বিশ্বাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ