Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগাথা ক্রিস্টির কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন বিশাল ভরদ্বাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

হিন্দি ফিল্মের দর্শকদের জন্য এবার বেশ কিছু চলচ্চিত্র নির্মাণের জন্য নির্মাতা বিশাল ভরদ্বাজ আগাথা ক্রিস্টি লিমিটেডের সঙ্গে হাত মিলিয়েছেন। এরই মধ্যে তিনি এই সিরিজের কাজ শুরু করে দিয়েছেন তবে ক্রিস্টির কোন উপন্যাস নিয়ে তিনি কাজ করছেন জানা যায়নি। ২০২১ সালে তার এই ফিল্মের কাজ শুরু হবে। ক্রিস্টির এককুল পোয়ারো, মিস মার্পল এবং টমি অ্যান্ড টাপেন্স চরিত্রগুলো বিশ্বব্যাপী রহস্য সাহিত্যের ভক্তদের কাছে পরিচিত। জানা গেছে এসব চরিত্রের অনুপ্রেরণায় ভরদ্বাজ এক জোড়া গোয়েন্দা চরিত্রের সৃষ্টি করবেন। কাহিনীর তরুণী গোয়েন্দা তার সঙ্গীর সঙ্গে একাধিক হত্যার রহস্য উন্মোচন করবে। ভরদ্বাজ এর আগেই চিরায়ত সাহিত্য নিয়ে কাজ করেছেন। শেক্সপিয়ারের কাহিনী নিয়ে তিনি ট্রিলজি নির্মাণ করেছেন এর আগে। ইরফান খান টাবুকে নিয়ে ‘মকবুল’, সাইফ আলি খান, অজয় দেবগন আর কারিনা কাপুরকে নিয়ে ‘ওমকারা’ এবং শাহিদ কাপুর আর শ্রদ্ধা কাপুরকে নিয়ে ‘হায়দার’ এই ট্রিলজির অন্তর্ভুক্ত। ক্রিস্টির নাতী জেমস পিকার্ড এই চুক্তি সম্পর্কে বলেছেন, “ভারতে আগাথা ক্রিস্টির কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়ের রোমাঞ্চিত। ভরদ্বাজের সঙ্গে হাত মিলিয়ে আমি সত্যিই আনন্দিত।”
বলিউড অভিনেতা আলি ফজলের অভিনয়ে আসন্ন ‘ডেথ অন দ্য নাইল’ ক্রিস্টির একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ