Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

অভিনয়ে ফেরার আভাস দিলেন ইভা মেন্ডিস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

তার লক্ষ্যের কথা বলতে গিয়ে ইভা মেন্ডিস বলেছেন, “আমার লক্ষ্যের কথা বলতে গেলে বলতে হয়, এই প্রত্যাশা শেষ হয়ে যায়নি, এই আগ্রহ শুধু আমার সন্তানদের দিয়ে ঘুরে গেছিল।” অভিনেত্রীটি জানিয়েছেন অচিরেই তিনি অভিনয়ে ফিরতে পারেন। তিনি তার এবং রায়ান গসলিং!য়ের সন্তানদের লালনপালনে মাঝে শুধু ছয় বছর সময় নিয়েছেন। তিনি আরও বলেছেন, “ আমি সেসব নারীদের বাহবা দিই যারা দুটি কাজই ভালভাবে সম্পন্ন করতে সক্ষম, তবে আমি তাদের মত নই। আর সবচেয়ে বড় কথা আমি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি বলে ঠিক করেছি বলে মনে করি। আমার বাচ্চাদের এসময়টা দিতে পেরেছি বলে আমি সুখী: এখন তাদের বয়স চার আর ছয়, আমার অনুভূতি হচ্ছে আমার সেই লক্ষ্য ফিরে আসছে।” ‘দ্য প্লেস বিয়ন্ড পাইন’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় গসলিং আর মেন্ডিজের জানা পরিচয় আর পরে প্রেম হয়। ২০১১’র চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন ব্র্যাডলি কুপার। একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারের মেন্ডিস তার সন্তান পালনের অভিজ্ঞতা বর্ণনা দিতে গিয়ে বলেন, “কখনও মনে হয়েছে মাতাল অবস্থায় আমরা যেন দুর্বিনীত অতিথিদের জন্য বিছানা করা আর নাস্তা তৈরি করা নিয়েই সময় কাটিয়েছি।স আসলেই আমাদের মনে হয়েছি আমরা একটি হোটেলে কাজ করছি। আর এই অতিথিরা কতটা কর্তৃত্বপরায়ন তা বলার অপেক্ষা রাখে না। অতিথিরা যখন ঘুমিয়ে পড়েছে তখন তারা আমাদের সঙ্গে কেমন রুক্ষ ব্যবহার করেছে তা নিয়েই আলাপ হত।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইভা-মেন্ডিস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ