Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

টিভি ভবন পুড়িয়ে দিলো বিক্ষোভকারীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

নাইজেরিয়ায় বিক্ষোভকারীদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়। বুধবার দেশটির বৃহত্তম শহর লাগোসে বেসরকারি চ্যানেল টিভিসি’র কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীরা জানায়, কারফিউ উপেক্ষা করেই একদল লোক টিভি চ্যানেলটির কার্যালয়ে ঢুকে পড়ে। এসময় ওই কার্যালয় থেকেই একটি অনুষ্ঠান সরাসরি স¤প্রচার হচ্ছিল। হামলায় ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির খবর পাওয়া যায়নি। টিভিসি চ্যানেলটির মালিক লাগোস রাজ্যের সাবেক গভর্নর। বর্তমান প্রশাসনে অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচিত তিনি। ধারণা করা হচ্ছে, এ কারণেই ক্ষোভের মুখে পড়েছে টিভি চ্যানেলটি। বিক্ষোভের মুখে লাগোসসহ বেশ কিছু শহরে বুধবার থেকে কারফিউ চলছে। বিবিসি, ডেইলি পোস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ