Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

ক্ষমা চেয়ে পদত্যাগ
ডেনমার্কের রাজধানী কোপেহাগেনের মেয়র ফ্রাঙ্ক জেনসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠায় তার আচরণের জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন। গত সোমবার বেশ কয়েকজন নারী মেয়র ফ্রাঙ্ক জেনসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনায় মেয়র পদত্যাগের ঘোষণা দিয়েছেন দিলেন। এক সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়ে মেয়র বলেছেন, দেশের অগ্রগতির পথে তিনি বাঁধা হয়ে দাড়াতে চান না। আমি রাজনৈতিকভাবে যে কাজগুলো করতে চাই তা এখন আর করা সম্ভব হবে না, সে কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। যারা আমার অশালীন আচরণে ক্ষুব্ধ হয়েছেন, সেই নারীদের কাছে আমি ক্ষমা চাইছি। ডয়চে ভেলে।


লাশের স্ত‚প
বিশ্বের বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাস আবারো ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে ইউরোপে, সেখানে আবারও লকডাউন শুরু হয়েছে। কিছু এলাকায় মৃত্যুর সংখ্যা এতটা বেশি যে লাশের সৎকার করা সম্ভব হচ্ছে না সময়মত। এমনি একটি অঞ্চল সাইবেরিয়া। রাশিয়ার প্রত্যন্ত অঞ্চল সাইবেরিয়ায় হাসপাতালের একটি মর্গের মেঝেতে স্ত‚প করে লাশ রাখার একটি ভিডিও প্রকাশ হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এদের মৃত্যু হয়েছে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে। ডেইলি মেইল।


তদন্তের নির্দেশ
একজন প্রাদেশিক পুলিশ প্রধানকে বাড়ি থেকে তুলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতাকে গ্রেফতারের জন্য চাপ প্রয়োগের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান। মঙ্গলবার রাতে পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে যত দ্রæত সম্ভব প্রতিবেদন দাখিল করতে করাচি কর্পোরেশনের কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের পর গত সোমবার গ্রেফতার হন নওয়াজ শরিফের জামাতা সফদার খান। তার কয়েক ঘণ্টার মাথায় জামিন পান তিনি। আল-জাজিরা।


নিষেধাজ্ঞা বৃদ্ধি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের প্রশাসন উপত্যকার ২০ জেলার মধ্যে ১৮টিতে উচ্চগতির ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞার মেয়াদ ১২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। বুধবার সন্ধ্যায় জারি করা এক নির্দেশে সরকার বলে, ভারতের সার্বভৌমত্ব ও অখÐতার স্বার্থে উচ্চগতির ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা বহাল রাখা একান্ত জরুরি।নির্দেশে আরো বলা হয়, নিরাপত্তা সংস্থাগুলো আশংকা করছে যে দেশবিরোধী শক্তিগুলো তাদের অপতৎপরতা চালানো এবং জনশৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি তরুণদের জঙ্গিবাদে উৎসাহিত করতে হাই-স্পিড সংযোগের অপব্যবহার করতে পারে। আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ