গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
দাফনের আগে নড়েচড়ে ওঠা সেই নবজাতক শিশুটি মারা গেছে। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গেল ১৪ অক্টোবর ছয় মাস ১৬ দিনের অন্তঃসত্ত্বা স্ত্রী শাহিনুর বেগমকে তার স্বামী বাসচালক ইয়াসিন ঢামেক হাসপাতালে নিয়ে আসলে তাকে গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
সেইদিন রাতেই তাকে লেবার রুমে নিয়ে নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়। ডেলিভারি না হওয়ায় তাকে ১১০ নম্বর ওয়ার্ডে রাখা হয়। দুদিন চেষ্টার পর তার আবার ব্যথা শুরু হয়। ১৬ অক্টোবর ভোরে তার স্ত্রী এক কন্যাসন্তান প্রসব করেন।
তবে নবজাতকটিকে মৃত বলে স্বজনদের কাছে বুঝিয়ে দেন চিকিৎসকরা। স্বজনরা শিশুটিকে দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করেন। নবজাতকটিকে রায়েরবাজার কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
আর মাত্র কয়েক মুহূর্ত বাকি দাফনের। এমন সময় নড়েচড়ে কান্না করে উঠে সে। পরে নবজাতককে দ্রুত আবার ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।