পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অবৈধ সম্পদ অর্জন মামলায় অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মো.সিরাজুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার উপ-পরিচালক মো.আলী আকবর এ চার্জশিট দাখিল করেন। এর আগে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর বাদী হয়ে একটি মামলা করেন তিনি। তদন্ত প্রতিবেদনে বলা হয়, সিরাজুল ইসলামের নামে মোট ৭৩ লাখ ৬০ হাজার ৯৬১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জনের প্রমাণ মিলেছে। কিন্তু সম্পদ বিবরণী যাচাইকালে তার নিজ নামে ও স্ত্রীর নামে মোট ৩ লাখ ৮৬ হাজার ৬৪২ টাকার আয়ের উৎস পাওয়া গেছে। সিরাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আদালতে চার্জশিট দাখিল করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।