Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ-বিদেশের দর্শক-শ্রোতার সাড়ায় মুগ্ধ দিনাত জাহান মুন্নী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

গেলো শনিবার বাউল সাধক লালন শাহ’র ওফাত দিবস উপলক্ষ্যে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বারামখানা’য় বিশেষ আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন শ্রোতা নন্দিত কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। লাবণ্য’র উপস্থাপনায় গানের ডালি’ আয়োজিত এই অনুষ্ঠানটি গানের ডালি ভার্চুয়াল স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হয়। অনুষ্ঠান শুরু হয় রাত দশটায়। ‘আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় , পারে লয়ে যাও আমায়’ গানটি দিয়ে শুরু হয় ‘বারামখানা’র বিশেষ সেই আয়োজন। পরবর্তীতে টানা এক ঘন্টারও বেশি সময় মুন্নী আরো অনেকগুলো গানই পরিবেশন করেন। আয়োজনটি সরাসরি প্রচারের সময় দেশ-বিদেশের অনেক দর্শক অনলাইনে অনুষ্ঠানটি উপভোগ করেন। গানের ডালি’র ফেসবুক পেজে অনুষ্ঠানটি শেয়ার থাকার কারণে পরবর্তীতে দেশ বিদেশের অসংখ্য ভিউয়ার্স অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানটি প্রচারের চারদিন পররেও মুন্নী দেশ-বিদেশের অনেক দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন। তিনি বলেন, ‘একটি অনলাইন প্ল্যাটফরমে সরাসরি অনুষ্ঠানে গান গেয়ে এতো সাড়া পাবো ভাবিনি। প্রতিনিয়তই লালন সঙ্গীত পরিবেশনের জন্য সাড়া পাচ্ছি। এই অনুষ্ঠানে গান গাওয়ার পর বেশ কয়েকটি চ্যানেলে আমার সঙ্গে যোগাযোগ করেছে ঠিক একই ধরনের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য। মুন্নী জানান, আগামী ৩ নভেম্বর আমেরিকা যাচ্ছেন। সাংবাদিক বেলাল আহমেদ’র তত্ত্বাবধানে আগামী ১৪ নভেম্বর নিউইয়র্কে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন মুন্নী। ম পরেরদিনই দেশে ফিরবেন তিনি। এদিকে নতুন গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। দর্পণ কবিরের লেখা ও কবির বকুল-পুলকের সুরে ‘দুচোখে জল ছিলোনা সেদিন ঠোঁট কেঁপেছিলো শুধু’ গানটি গাইবেন শিগগিরই। এছাড়াও ফোয়াদ নাসের বাবুর সুর সঙ্গীতে আজ একটি নতুন গানে কন্ঠ দিবেন। উল্লেখ্য, চাঁদপুরের মতলব উপজেলায় হুমায়ূন কবির রেবনের কাছে পাঁচ বছর বয়সে সঙ্গীতে তালিম নেন মুন্নী। পরবর্তীতে ছায়ানট, নীলুফার ইয়াসমিন, খন্দকার নূরুল আলম’র কাছে সঙ্গীতে তালিম নিয়েছেন। মুন্নীর সর্বশেষ প্রকাশিত গান প্রসেনজিৎ ওঝা’র লেখা ও মনোয়োর হোসেন টুটুলের সুর করা ‘উল্টো পা’। গানটিতে মুন্নীর সহশিল্পী মনোয়োর হোসেন টুটুল। সম্প্রতি গানটি প্রকাশিত হয়েছে। শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে কবির বকুলের লেখা ও এসআই টুটুলের সুর সঙ্গীতে ‘কার্নিশে রোজ একটা পাখি ঠোঁটে খড়কুটো, সন্ধ্যা রাতের হাতের মাঝে জোনাক একমুঠো’ গানটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিনাত-জাহান-মুন্নী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ