মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন জিতলে তাকে স্বাগত জানাতে আগামী মার্চে ব্রাসেলসে একটি সম্মেলন আয়োজনের চিন্তা করছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। আর যদি যুক্তরাষ্ট্র নতুন কোনো প্রেসিডেন্ট না পায়, অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে পরের বছরের প্রথমার্ধে এ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। খবর রয়টার্স। ট্রাম্প প্রশাসনের চার বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটোর সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। পশ্চিমা জোটটির প্রতি আস্থা হারিয়ে ট্রাম্প একে ‘নিষ্ক্রিয়’ বলে অভিহিত করেছেন। এছাড়া ন্যাটোর কিছু সদস্য দেশকে ‘দুষ্কৃতকারী’ আখ্যা দিয়ে ২০১৮ সালে জোটটি থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহারের প্রচ্ছন্ন হুমকিও দেন তিনি। শুধু তা-ই নয়, চলতি বছরের শুরুতে ট্রাম্প জার্মানি থেকে মার্কিন ট্রুপ ফিরিয়ে আনার ঘোষণা দেন। অবস্থায় বাইডেন নির্বাচিত হলে ন্যাটো বিষয়টিকে সাদরেই গ্রহণ করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এক্ষেত্রে ট্রান্সআটলান্টিক সম্পর্ক আরো জোরদারের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তারা। বিভিন্ন জনমত জরিপে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন জো বাইডেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।