Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অফসেটের ঘরে ফিরেছেন কার্ডি বি!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

মাত্র একমাস আগে গায়ক অফসেটের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন র‌্যাপ গায়িকা কার্ডি বি। তিন বছরের দাম্পত্য সম্পর্কে চুকাবার এই প্রয়াসের একমাস পর জানা গেলে কার্ডি অফসেটের ঘে ফিরছেন। এই প্রসঙ্গে অফসেট বলেছেন , “সে হল এক উন্মাদ নারী যে সিদ্ধান্ত নিতে পারছে না কী করবে। সপ্তাহান্তে কার্ডির জন্মদিন পালনের সময় এই দুজনকে একসঙ্গে অন্তরঙ্গ অবস্থায় লাস ভেগাসে দেখা গেছে। কার্ডি এমন কী সোশাল মিডিয়াতে ভুলক্রমে একটি শালীনতাবর্জিত ছবি প্রকাশ করে লিখেছেন : “আমি আমার পুরুষের বিছানায় ফিরেছি।” “আমার ঘনিষ্ঠতম বন্ধুটির সঙ্গে কথা না বলে থাকা যায় না। আপনার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কথা না বলতে পারা আসলেই কঠিন, ” কার্ডি এক ভিডিও বার্তায় বলেন। তিনি আরও জানান তাদের এই সন্ধির পেছনে কোনও যৌন কারণ নেই। গত সেপ্টেম্বরে তৃতীয় বিবাহবার্ষিকীর মাত্র পাঁচদিন আগে কার্ডি বি বিবাহবিচ্ছেদের আবেদন জমা দেন। জর্জিয়া অঙ্গরাজ্যের ফুলটন কাউন্টি আদালতে দুই সঙ্গীত তারকার আসল নাম উল্লেখ করে আবেদনটি নিবন্ধন করা হয় : ‘বেলক্যালিস মার্লেনিস আলমানজার বনাম কিয়ারি কেন্ড্রেল সেফাস’। শুনানির তারিখ ধার্য করা হয় ৪ নভেম্বর। কার্ডি আর অফসেট ২০১৭তে গোপনে বিয়ে করেছিলেন। তাদের দু’বছর বয়সী কন্যার নাম কালচার কিয়ারি সেফাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কার্ডি-বি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ