Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত সফরে যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী মন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম


আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী মন্ত্রী। তারা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। মঙ্গলবার আটলান্টিক কাউন্সিলে দেওয়া এক ভাষণে এই সফরের কথা নিশ্চিত করেন মার্ক এসপার। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাশিয়া ও চীনের প্রভাব মোকাবিলায় পুরোনা মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার এবং নতুন সম্পর্ক তৈরির অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে। ভারতকে প্রতিনিয়ত চীনা আগ্রাসন মোকাবিলা করতে হচ্ছে বলেও মন্তব্য করেন এসপার। তিনি বলেন, এই শতকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দিল্লি হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপ‚র্ণ অংশীদার। এমন সময়ে যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী মন্ত্রীর ভারত সফরের খবর এলো যখন তাইওয়ান ইস্যুতে দিল্লির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। এছাড়া যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে বঙ্গোপসাগরে ভারতের আসন্ন যৌথ নৌ-মহড়ার ঘোষণাতেওক্ষুব্ধ বেইজিং। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ডেমোক্রাটিক প্রতিপক্ষ জো বাইডেন প্রায় প্রতিটি ইস্যুতে ভিন্নমত পোষণ করেন। হিন্দুস্তান টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ