মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউ ইয়র্কেও নিষিদ্ধ
অবশেষে নিউইয়র্কেও নিষিদ্ধ হলো প্লাস্টিক ব্যাগ। মঙ্গলবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নতুন আইন অনুযায়ী কেউ যদি প্লাস্টিক ব্যাগ বহন করেন তবে তাকে ৫০০ ডলার জরিমানা করা হবে। পরিবেশ সুরক্ষার এই বিধি পুরোপুরি কার্যকর করতে স্টেট এবং সিটি প্রশাসন মাঠে থাকবে। যুক্তরাষ্ট্রে প্রথম প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ হয় ক্যালিফোর্নিয়ায়। নিউ ইয়র্ক হলো দ্বিতীয় রাজ্য। বিবিসি, সিএনএন।
করাচিতে নিহত ৩
পাকিস্তানের সিন্ধু প্রদেশে করাচি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে। করাচির মাসকান চৌরাঙ্গীর গুলসান-ই-ইকবাল এলাকায় ওই ভবনটি অবস্থিত। ভবনটি চারতলা। বেসরকারি অলাভজনক সংস্থা ইদি ফাউন্ডেশন জানিয়েছে, বুধবারের এই বিস্ফোরণে আহত হয়েছে আরও ১৫ জন। হতাহত সবাইকে স্থানীয় পাটেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ইদি ফাউন্ডেশনের কর্মকর্তারা। ফ্রি প্রেস জার্নাল।
মোরালেস ফিরবেন
বলিভিয়ার নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস দেশে ফেরার অঙ্গীকার ব্যক্ত করেছেন। স¤প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মোরালেস সরকারের সাবেক অর্থমন্ত্রী লুইস আরস ব্যাপকভিত্তিক জয় পাওয়ার পর মোরালেস দেশে ফেরার অঙ্গীকার ব্যক্ত করলেন। রয়টার্স।
বাড়ি থেকেই কাজ
কর্মীদের জন্য বাড়িতে বসেই কাজের সময়সীমা আরও বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। ২০২১ সালের জুন পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছেন, বাড়ি থেকে সুষ্ঠুভাবে কাজ করতে পারবেন এমন কর্মচারীরা চাইলে ৩০ জুন ২০২১ পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা নিতে পারবেন। হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।