Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হালদা নদী থেকে ৯ কেজি ওজনের মৃত কাতল মাছ উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ৫:০৬ পিএম

এশিয়ার বিখ্যাত মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে মৃত কাতল মাছ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে রাউজান এলাকার কেড়াণতলীর বাক মনু মেম্বারের টেক থেকে গড়দুয়ারা নয়াহাট আইডিএফের সহযোগিতায় মাছটি উদ্ধার করা হয়। মৃত এই কাতাল মা মাছটি ওজনে ৯ কেজি ও দৈর্ঘ ৩৬ ইঞ্চি এবং প্রস্থ ১১ ইঞ্চি হবে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে এই মাছটি গত দুই তিন আগে মারা গেছে। মৃত মাছটি অতিরিক্ত ফুলে ও গন্ধ হয়ে যাওয়ায় নদীর পাড়েই মাটি চাপা দিয়ে রাখা হয়েছে বলে জানান হাটহাজারীর সিনিয়র মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা। তবে কিভাবে এই মা মাছটি মারা গেছে তা জানা না গেলেও মাছটির পেটে সামান্য আঘাতের চিহ্ন দেখা যায় বলে তিনি জানান। এদিকে হালদা নদীতে নৌ পুলিশ মোতায়েন করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইঞ্জিন চালিত নৌযান ও বালি তোলার ড্রেজার মেশিন জব্দ ও নষ্ট করে দিয়েছে কয়েকবার। পাশাপাশি হালদা থেকে মাছ ধরার জাল ও উদ্ধার করা হয়েছে। কিন্তু গতকাল এই মাছটি কিভাবে মারা গেছে তা নিয়ে ডিম সংগ্রহকারী ও হালদা বাসীর মধ্যে তোলপাড় দেখা দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ