মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দশ বছরের কম বয়সী শিশু ব্যতীত দেশের প্রত্যেক নাগরিকের করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সেøাভাকিয়া। আর এই পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে দেশটির সেনাবাহিনী। সেøাভাক প্রধানমন্ত্রী ইগত মাতোভিচের সরকার এক ঘোষণায় এ কার্যক্রমের কথা জানিয়েছে। খবরে বলা হয়, বৃহৎ পরীক্ষা কার্যক্রমটিকে জাতীয় প্রাক-কোয়ারেন্টিনের সর্বশেষ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মাতোভিচ বলেন, আমাদের সামনে একটি বিকল্প হচ্ছে লকডাউন। অপরটি হলো সারা দেশজুড়ে পরীক্ষা। সেøাভাকিয়ায় ৫৪ লাখ বাসিন্দা রয়েছে। এদের বড় অংশের পরীক্ষার কার্যক্রম শুরু হবে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে। চলতি সপ্তাহের শেষের দিক থেকেই দেশটির সবচেয়ে বেশি করোনা সংক্রমিত জেলাগুলোয় পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। রাজনীতিকরা প্রত্যাশা করছেন, এ পরীক্ষা কার্যক্রম দেশটিতে স্থানীয় সংক্রমণ রোধে সহায়তা করবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জারসোলাভ নাদ স্থানীয় গণমাধ্যমকে বলেন, আধুনিক সেøাভাকিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মাপের লজিস্টিক অভিযান হবে এটি। রিমিক্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।