Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তীব্র বায়ুদূষণে অন্ধকারে দিল্লি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম


আবারো তীব্র বায়ু দ‚ষণের কবলে ভারতের রাজধানী নয়াদিল্লি। করোনার সঙ্গে বায়ু দ‚ষণ সঙ্গী হওয়ায় নাকাল নগর জীবন। বিশেষ করে ফুসফুসের সমস্যায় ভোগা বয়স্কদের জন্য মারাত্মক ঝুঁকিপ‚র্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নয়াদিল্লির চিত্র দেখে বোঝার উপায় নেই এখন সকাল না বিকেল। শীত না এলেও এ যেন কুয়াশায় ঢেকে দিয়েছে রাজধানীকে। বছর ঘুরে নয়াদিল্লিজুড়ে আবারো তীব্র বায়ু দ‚ষণেই এ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বায়ুমান যেখানে ৫০ এর নিচে থাকলে স্বাভাবিক ধরা হয় সেখানে সোমবার নগরীর গড় বায়ুমান ছিল ২৬৪, যা অত্যন্ত ক্ষতিকর। বিষাক্ত দ‚ষণের কারণে নগরবাসীর শ্বাস নেওয়াও কষ্টদসাধ্য হয়ে উঠেছে। করোনার এ সময়ে বায়ু দ‚ষণ দুর্ভোগের মাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। তাদের আশঙ্কা, সামনের দিনগুলোতে দ‚ষণের মাত্রা আরও বাড়তে পারে। বয়স্কদের বিশেষ করে যাদের ফুসফুসে সমস্যা রয়েছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। করোনা ও বায়ু দ‚ষণ একসঙ্গে আরও বেশি ভোগান্তি নিয়ে এসেছে। এমনিতেই সবাই করোনার ভয়ে আতঙ্কিত তার ওপর এখন আবার বায়ু দ‚ষণ। দিন দিন এই দ‚ষণ বাড়ছেই। করোনা নিয়ন্ত্রণে আরোপিত লকডাউনের কারণে কিছুদিন বায়ুমানের উন্নতি হলেও পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় খড়কুটো পুড়ানোয় আবারও দ‚ষণের নগরীতে পরিণত হয়েছে নয়াদিল্লি।এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ