Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

বিশেষ অধিবেশন
জরুরি অবস্থা অমান্য করে চলমান প্রতিবাদ বিক্ষোভের প্রেক্ষাপটে আগামী সপ্তাহে বিশেষ পার্লামেন্ট অধিবেশন বসছে থাইল্যান্ডে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও সাবেক সেনাপ্রধান প্রায়ুত চান-ওচা’র মন্ত্রীপরিষদ এ সিদ্ধান্তে এসেছে। স্থানীয় দ্য নেশন’কে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই বিশেষ অধিবেশন বসবে সোম ও মঙ্গলবার। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। তিন মাসের বেশি সময় ধরে প্রায়ুত চান ওচার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভ থেকে যেমন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে, তেমনি রাজা মাহা ভাজিরালংকর্নের রাজতন্ত্রের সংস্কার দাবি করা হয়েছে। এর পর থেকেই প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি পার্লামেন্টের বিশেষ অধিবেশন সমর্থন করেন। রয়টার্স।


সুনামি সতর্কতা
যুক্তরাষ্ট্রের আলাস্কায় সোমবার ৭.৫ মাত্রার এক শক্তিশালী ভ‚-কম্পনের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভ‚মিকম্প আঘাত হানার পর সেখানকার বহু স্কুল খালি করে দেওয়া হয়। অবশ্য কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর প্রায় ২ টার দিকে ওই ভ‚মিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল স্যান্ড হিলের ৫৬ মাইল দক্ষিণপ‚র্বে এবং নোঙরের প্রায় ৬০০ মাইল দক্ষিণপশ্চিমে। ভ‚মিকম্পের গভীরতা ছিল প্রায় ২৫ মাইল। ভয়াবহ ওই কম্পনের পর ওই অঞ্চলে আরও বেশ কয়েকটি মাঝারি মাত্রার কম্পন অনুভ‚ত হয়। ইউএসজিএস বলছে, রিখটাল স্কেলে এসবের মাত্রা ছিল- ৫.৮, ৫.৭, ৫.২ ও ৫.৫। সিএনএন।

 

হ্যাকারদের হামলা
জাপানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির টিকা উৎপাদনকারীরা এপ্রিল মাসের শুরু থেকে সাইবার হামলার শিকার হচ্ছে। তবে দৃশত কোনও তথ্য এখনও ফাঁস হয়নি। মার্কিন তথ্য নিরাপত্তা সংস্থা ক্রাউডস্ট্রাইক জানিয়েছে, দেশটিতে এ ধরনের হামলা এবারই প্রথম ঘটলো। এসব হামলা চীন থেকে করা হয়েছে বলেও জানিয়েছে তারা। এমন পরিস্থিতিতে জাপান সরকারের ন্যাশনাল সেন্টার অব ইনসিডেন্ট রেডিনেস অ্যান্ড স্ট্র্যাটিজি ফর সাইবারসিকিউরিটি দেশটির টিকা উৎপাদনকারীদের গোপনীয় তথ্য চুরির এ ধরনের প্রচেষ্টার ব্যাপারে ‘সতর্কতার মাত্রা বাড়াতে’ বলেছে। কিয়েডো।


মালাবার নৌ মহড়া
যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের সঙ্গে নৌ মহড়ায় যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনোল্ডস সোমবার চীনা আগ্রাসন মোকাবিলায় মালাবার দ্বীপপুঞ্জ এলাকায় নৌ মহড়ায় যোগ দেওয়ার ঘোষণা দেন। আগামী মাসে আরব সাগর ও বঙ্গোপসাগরের মালাবার উপক‚লে এই নৌ মহড়া শুরু হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলছেন, এশিয়ার সব মার্কিন মিত্রকেই চীনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আল-জাজিরা বলছে, ২০০৭ সালের নভেম্বরে প্রথমবার মালাবার নৌ মহড়া হয়েছিল এবং এই কোয়াড ড্রিলের ম‚ল টার্গেটই হলো চীনকে মোকাবিলা করা। সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ