Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে ২ ইউপি উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন: চলছে গণনা

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ৫:৩৬ পিএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক ও সিংহেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারন সদস্য শাহজাহানের মৃত্যুর কারণে উক্ত পদ শুন্য হওয়ায় এই দুইটি শূন্যপদে আজ মঙ্গলবার ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে এই দুটি আসনের ১১ কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণণা ।

ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ জালাল উদ্দিন (ঘোড়া) , মোঃ আব্দুস ছালাম (আনারস), সারোয়ার হোসেন (অটোরিক্সা), হাফিজুল হাসান (মটর সাইকেল), মোঃ বাহা উদ্দিন আলি আকবর (চশমা) ও মোঃ মেহেদী হাসান (টেবিল ফ্যান) এবং সিংহেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ জন প্রার্থী। তারা হলেন, মোছাঃ শাহনাজ বেগম (মোরগ), মোঃ আল আমিন (টিউবওয়েল) ও আজিজুল হক (ফুটবল)।

ছনধরা ইউনিয়নের চেয়ারম্যান পদের উপনির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১০টি, ভোট কক্ষে সংখ্যা ৭৭টি, ভোটার সংখ্যা (ক) পুরুষ ১১০৫৯ জন, (খ) মহিলা ১০৬২৪ জন। সর্বমোট ভোটার সংখ্যা ২১৬৭৫ জন।
সিংহেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদের উপনির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ০১টি,ভোট কক্ষে সংখ্যা ০৫টি, ভোটার সংখ্যা (ক)পুরুষ ৮০৮ জন,(খ) মহিলা ৮৪০ জন। সর্বমোট ভোটার সংখ্যা ১৬৪৮ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ