প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : হত্যা নয় রক্তপাত নয় মনুষ্যত্বের জয় হোক-এই বক্তব্য উপজীব্য করে জেলা শিল্পকলা একাডেমি, বরিশালের উদ্যোগে সম্প্রতি মঞ্চে এলো নতুন নাটক ‘সুরাক’। শাহমান মৈশানের রচনায় নাটকাটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন হাসানুর রশীদ মাকছুদ, যিনি বরিশাল শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার। গত ৭ ও ৮ আগস্ট সন্ধ্যায় বরিশালের অশ্বিনী কুমার হলে উপচেপড়া দর্শকদের উপস্থিতিতে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। নাটকটি প্রসঙ্গে নির্দেশক মাকছুদ বলেন, ‘মফস্বল শহরগুলোতে সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করার প্রয়াস থেকেই আমরা এ ধরনের বক্তব্য নির্ভর নাটক মঞ্চে এনেছি। অভিনেতা-অভিনেত্রী খুব একটা নেই আমাদের বরিশাল শহরে। যারা আছেন, সেও গুটি কয়েক। নতুন পুরাতন সব মঞ্চ কর্মীকে উজ্জীবীত করার চিন্তা থেকেই নাটকটি মঞ্চস্থ করেছি আমরা। নাটকটির বক্তব্যটি এমন যে, তা সমসাময়িক বিভিন্ন বিষয়কে রিপ্রেজেন্ট করে। তাছাড়া বর্তমান দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ‘সুরাক’এর মতো নাটক আরও বেশিবেশি মঞ্চস্থ হওয়ার প্রয়োজন আছে বলে মনে করি’। নাটকটি মঞ্চায়নে সার্বিক পরিকল্পনায় বিশেষ ভ‚মিকা রেখেছেন আশিকুর রহমান লিয়ন ও প্রশিক্ষক হিসেবে ছিলেন মেহেদী তানজির। উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ৬৪ জেলার মূল্যবোধের নাট্যোৎসবে ২ সেপ্টেম্বর ‘সুরাক’ মঞ্চস্থ হবে জাতীয় নাট্যশালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।