মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শিক্ষকের মস্তক বিচ্ছিন্নের ঘটনার জেরে ফ্রান্সে বিপুলসংখ্যক মুসলিমের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।রাজধানী প্যারিসসহ বিভিন্ন স্থানে সোমবার এ অভিযান চালানো হয়েছে ৫১ সংগঠনের বিষয়ে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়েছে কি না, তা জানায়নি পুলিশ। দেশটির আলোচিত শিক্ষক স্যামুয়েল পাতি তার ছাত্রদের হযরত মুহম্মদ (স.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শণ করেছিলেন। -বিবিসি, সিএনএন, ফক্স নিউজ, রয়টার্স, আল জাজিরা
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিয়ান বলেন, পুলিশ ৮০ জনকে জিজ্ঞাসাবাদ করবে। তারা শিক্ষক স্যামুয়েল পাতির খুনিকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে। দেশবিরোধীদের এ দেশে স্থান নেই। অভিযান চলবে। সরকার বলছে, তদন্তে যে সব মুসলিম সংগঠনগুলোর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর প্রমাণ মিলবে, সেগুলো বন্ধ করে দেয়া হবে। সরকার বিশ্বাস করে- কয়েকটি সংগঠন প্রপাগান্ডা চালাচ্ছে; যা ফরাসী রাষ্ট্রের প্রতি অস্বীকার করার স্থায়ী বার্তা। চরমপন্থি ২৩১ মুসলিমকে ফ্রান্স থেকে বের করে দেয়া হতে পারে। প্যারিস উপশহরের কনফ্লান্স-স্যাতে-হনোরিনে শুক্রবার শিক্ষক স্যামুয়েলের মস্তক বিচ্ছিন্ন করে ফেলে ১৮ বছর বয়সী এক তরুণ। পরে সে পুলিশের গুলিতে নিহত হয়। সে ছিল রাশিয়ার চেচনিয়। শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে ফ্রান্সে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।