মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ইতোমধ্যে দেশে দেশে শুরু হয়েছে লকডাউন। বাড়ছে আক্রন্ত ও মৃত্যুর সংখ্যাও।
এদিকে দিনভিত্তিক রেকর্ডের পর সাপ্তাহিক হিসাবেও রেকর্ড সংখ্যক মানুষ নভেল করোনাভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, গত সপ্তাহে পৃথিবীতে সর্বোচ্চ ২৪ লাখ ৩৬ হাজার ৫৪ জন নতুন এই রোগে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
এর আগের সপ্তাহে আক্রান্ত হয়েছিলেন ২৩ লাখ ১৪ হাজার ৫৬০ জন।
আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গোটা পৃথিবীতে ৪ কোটি ২ লাখ ৭৮ হাজার ১৬৯ জন শনাক্ত হয়েছেন।
রোগটি থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লাখ ১২ হাজার ১৭১ জন। মারা গেছেন ১১ লাখ ১৮ হাজার ৩২০ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৮৩ লাখ ৮৭ হাজার ৭৯৯ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২৪ হাজার ৭৩০ জন। সুস্থ ৫৪ লাখ ৫৭ হাজার ৬৮৪ জন।
ভারতে ১ লাখ ১৪ হাজার ৬৪২ জনের প্রাণ গেছে নতুন এই রোগে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৭৫ লাখ ৪৮ হাজার ২৩৮ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৫৯ হাজার ৮৯৫ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৯০৫ জনের প্রাণ গেছে নতুন রোগে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫২ লাখ ৩৫ হাজার ৩৪৪ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৫০ হাজার ৩০ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।