Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গভীর জঙ্গলে গাছকে আলিঙ্গন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

‘ছবির আমি, ছবির তুমি, ছবি দিয়ে যায় চেনা...’ আসলে এক একটা ছবিই যেন হয়ে থাকে সময়ের দলিল। একজন ফটোগ্রাফার নিজের চোখের আয়নায় দেখেন সময়কে। তুলে ধরেন একটা মুহূর্ত। আর নিজের দক্ষতায় একটি সাধারণ বিষয়কেও তিনি করে তুলতে পারেন জীবন্ত-প্রাণচঞ্চল। আর তেমনই এক ছবি তুলেছেন সাইবেরিয়ার বাসিন্দা সের্গেই গর্শকভ।
কী ছবি? গভীর জঙ্গলে গাছকে বাঘিনী আলিঙ্গন করে রয়েছে! এই ছবিটি দেখে অনেকেই বলছেন, ‘এই আন্তরিক ছবি নাড়া দিয়েছে অন্তরকে।’ সেই কারণেই ফটোগ্রাফির জন্যে চলতি বছরের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কারটি উঠেছে সের্গেইয়ের হাতে।

পৃথিবীর অন্যতম বিরল কোন প্রাণী বা তার গতিবিধির ছবি তোলা মুখের কথা নয়। এমন ছবি তুলতে গেলে দক্ষতা তো বটেই, পাশাপাশি দরকার হয় বোধহয় ভাগ্যের সহায়তাও। সের্গেই গর্শকভ নিঃসন্দেহে তেমনই একজন দক্ষ এবং সৌভাগ্যবান মানুষ। গভীর জঙ্গলে বাঘিনী আলিঙ্গন করে রয়েছে গাছকে, এমনই এক মায়াময় ছবি তুলেছেন তিনি।

আর এই ছবিটি নিয়েই গোটা বিশ্বে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়মের আয়োজনে একটি টিভি প্রেজেন্টার এবং কেমব্রিজের রয়্যাল হাইনেস ওফ ডাচেসের যৌথ উদ্যোগে তাই বিশ্বসেরার পুরস্কার তুলে দেওয়া হল গর্শকভের হাতে।

গর্শক যে ছবিটি তুলেছেন তাতে দেখা যাচ্ছে, একটি বাঘিনী একটি গাছকে আলিঙ্গন করে রয়েছে। শুধু তাই নয়, গাছের গায়ে নিজের গা ঘষছে সে। এ যেন আসলে একান্তই নিজের উপস্থিতির চিহ্ন রেখে যাওয়া। গাছের গায়ে নিজের শরীরের গন্ধ রেখে সে যেন বলতে চাইছে ‘আমিও আছি এখানে।’
ছবিটিকে পুরস্কার দিতে গিয়ে বিচারকেরা বলেছেন, সের্গেইয়ের তোলা ছবিতে আলো রঙ এবং টেক্সচারের যে বিরল সৌন্দর্য ধরা পড়েছে, তা শুধুমাত্র কোনও পেইন্টিংয়েই থাকতে পারে!

দেখে মনে হচ্ছে, বাঘটি যেন জঙ্গলের একান্ত অংশ। ওর লেজটা এমন ভাবে বেঁকে রয়েছে যেন ওটা ওই গাছের শিকড়। যেন দুটি সত্তাই এক। আশ্চর্যের বিষয় হল, ছবিটি তুলতে ১০ মাস আগে ক্যামেরা সেট করে রেখেছিলেন সের্গেই গর্শকভ। তারপর মিলেছে সাফল্য। সূত্র : বিবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ