বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টঙ্গীতে চাঁদা না দেয়ায় এক ঝুট ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গত শনিবার রাত পৌঁনে ৯টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে আহত ব্যবসায়ী মো. হাসান। সে টঙ্গীর মাছিমপুর এলাকার বাসিন্দা মো. দুলালের ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। আটক হুমায়ুন কবির লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, গত শনিবার রাত পৌঁনে ৯টার দিকে মিলগেইট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান ‘মা এন্টারপ্রাইজ’ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা হাসানকে গুলি করে পালিয়ে যায়। এতে হাসান পেটে ও বাম উরুতে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, কয়েকদিন আগে স্থানীয় এক মসজিদ উন্নয়ন কাজের কথা বলে হাসানের মোবাইল ফোনে কয়েক লাখ টাকা চাঁদা চাওয়া হয়। হাসান চাঁদা দিতে রাজি না হলে শনিবার রাতে তিন চাঁদাবাজ তার ব্যবসা প্রতিষ্ঠানে যায়। এরই এক পর্যায়ে তারা পিস্তল দিয়ে গুলি করে পালাতে চেষ্টা করলে একজনকে আটক করে স্থানীয়রা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।