Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ রাসেলের জন্মদিন স্মরণীয় করে রাখলো রোলার স্কেটিং ফেডারেশন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ৮:৪২ পিএম

জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুপুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন ছিল আজ (রোববার)। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে রোববার সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এনিমেটেড ডকুমেন্টরির প্রথম প্রদর্শনী, শহীদ শেখ রাসেলের জীবনীর ওপর প্রকাশিত বিভিন্ন তথ্য ও ছবিসম্বলিত বইয়ের মোড়ক উšে§াচন, চিত্র প্রদর্শনী এবং দোয়া মাহ্ফিল (ভার্চুয়াল) অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রায় দু’শতাধিক ক্ষুদে স্কেটার আসনে বসা। সামনে জায়ান্টস্ক্রিনে এনিমেশনে ভেসে উঠছে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতি। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চশমা নিয়ে খেলা করা। বড় বোন শেখ হাসিনার সঙ্গে খুঁনসুটি। বাবার সঙ্গে বিছানায় শুয়ে থাকা। ১৯৭১ সালের ১৫ আগষ্ট ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে শহীদ হওয়ার আগ পর্যন্ত সাত বছরের ছোট্ট জীবনে শেখ রাসেলের সব কিছুই দেখানো হলো। ‘আমি মায়ের কাছে যাবো’-মায়াভরা ছোট্ট রাসেলের এমন আকুতি দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি উপস্থিত অনেকেই। ছোট ভাইয়ের স্মৃতি চারণ করতে গিয়ে কেঁদে ফেলেন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনুষ্ঠান শেষে আহমেদ আসিফুল হাসান বলেন, ‘শহীদ শেখ রাসেলের জন্মদিন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি দিন। শিশুর প্রতি মানবিকতার দিন। এই দিনটিকে স্মরনীয় করে রাখতে আমাদের সভাপতি আবুল কালাম আজাদের নির্দেশনায় বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছিলাম। সময়ের অভাবে র‌্যালি করতে পারিনি। তবে প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এ জন্য উনাকে ধন্যবাদ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসে আমাদের অনুষ্ঠানাকে সফল করেছেন।’ তিনি যোগ করেন, ‘খুব শিগগিরই আমরা ২১টি ক্লাবের প্রায় পাঁচশ’ স্কেটারদের অংশগ্রহনে শেখ রাসেলের নামে একটি টুর্নামেন্টের আয়োজন করবো। আশায় আছি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের। প্রতিমন্ত্রী সাহস যুগিয়েছেন। তবে করোনার প্রভাব না কমলে মুজিববর্ষের আন্তর্জাতিক স্কেটিং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই করতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ