প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মারভেল শি-হাল্ককে নিয়ে কনটেন্ট নির্মাণ এখন শুধু সময়ের ব্যাপার। তবে কে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন তা নিয়ে এখন সংশয় দেখ দিয়েছে। প্রথম দিকে জানা গিয়েছিল ‘অরফান ব্ল্যাক’ তারকা টাটিয়ানা মাসল্যানি চরিত্রটি করবেন কিন্তু এখন মাসল্যানি যেমন বলছেন তাতে আর মনে হচ্ছে ন তিনি শি-হাল্ক হচ্ছেন। গত মাসেই জা গেছি একটি স্ট্রিমিং প্লাটফর্মের জন্য ‘শি-হাল্ক’ সিরিজ নির্মিত হবে আর তাতে অভিনয় করবেন কানাডীয় অভিনেত্রী টাটিয়ানা। কানাডার সংবাদপত্র রেজিনা পোস্ট লিডারকে অভিনেত্রী জানিয়েছেন তিনি সিরিজটি করছেন না। “এ কথা সত্য নয়, একটি সংবাদ বিজ্ঞপ্তি অসময়ে হাত ফসকে বেরিয়ে গেছে, মাসল্যানি বলেন। মাসল্যানি ২০১৩থেকে ২০১৭ পর্যন্ত ‘অরফান ব্ল্যাক’ সিরিজে অভিনয় করেছেন এছাড়া তিনি ‘পেরি মেসন’ সিরিজেও অভিনয় করেছেন। ‘রিক অ্যান্ড মর্টি’ সিরিজের ‘পিকল রিক’-এর কাহিনীর জন্য এমি জয়ী টিভি প্রযোজক জেসিকা গাও ‘শি-হাল্ক’ সিরিজটি প্রযোজনা করবেন এবং এর চিত্রনাট্য লিখবেন বলে স্থির হয়েছে। শি-হাল্ক ওরফে জেনিফার ওয়াল্টার্স মারভেল কমিক্সের জন্য মারভেল প্রতিষ্ঠাতা স্ট্যান লির সৃষ্ট শেষ দিকের প্রধান চরিত্রের একটি; তিনি ২০১৮ সালের ১২ নভেম্বর ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ওয়াল্টার্স মূল হাল্ক ব্রুস ব্যানারের দূর সম্পর্কের বোন। সে পেশাগতভাবে একজন আইনজীবী। জরুরি ভিত্তিতে ব্যানারের রক্ত শরীরে গ্রহণ করার কারণে সে সুপারহিউম্যান ক্ষমতা অর্জন করে। তবে ব্যানার যেমন হাল্কে পরিণত হলে তার স্বাভাবিক বুদ্ধি লোপ পায় জেনিফারের ক্ষেত্রে তা বজায় থাকে। ১৯৮০’র দশকে ফ্যান্টাস্টিক ফোরের সদস্য হিসেবে শি-হাল্কের আবির্ভাব হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।