Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকি তাম্বোলি আমার বন্ধু হতে পরে না : জেসমিন ভাসিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

‘বিগ বস’ বরাবরই নাটকীয়তার আখড়া। ‘বিগ বস ১৪’ ঠিক সেরকমই জমে উঠেছে। সাম্প্রতিক পর্বে নিকি তাম্বোলি আর জেসমিন ভাসিন ঝুড়িতে বল ভরার খেলা খেলছিলেন। হট্টগোলের মধ্য দিয়ে শেষে জেসমিন ভাসিন জয়ী হন।নিকি জেসমিনকে অভিনন্দন জানান। কিন্তু ‘নাগিন ৪’ তারকা জানান তারা বন্ধু হতে পরবেন না, আর স্পষ্ট জানিয়ে দেন যতদিন বিগ বস’ হাউসে আছেন তার সঙ্গে কথা বলবেন না। নিকি স্থান ত্যাগ করেন। এর পর গওহর খান আর হিনা খান নিকির কাছে গিয়ে তাকে জানান তারা জেসমিনকে সমর্থন করেননি বা তার প্রতি তাদের কোনও পক্ষপাত নেই। এছাড়া তারা তাকে তার মুখ সামলে কথা বলতে বলেন কারণ তা তার বিপক্ষে যেতে পারে। আর জানান নিকি ভাল খেলছে। এই টাস্কটি শেষ করার হাউসে রুবিনা দিলায়েককে ‘সবচেয়ের বিভ্রান্ত প্রতিযোগী’ হিসেবে আখ্যা দেয়া হয়। জয়ী পবিত্র পুনিয়া হয়েছেন ‘পারফেক্ট’ খেলোয়াড়। জেসমিন ভাসিন হয়েছেন ‘নওটাঙ্কি’ আর নিকি তাম্বোলি ‘ড্রামা কুইন’। ‘ফার্ম টাস্কে’ নিকি জেসমিনকে বেশ কড়া ভাষায় আক্রমণ করেন আর তা হজম করতে পারেননি জেসমিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিকি-তাম্বোলি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ