Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুন্ডে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১ আহত ৩০

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
সীতাকুন্ড শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও আরো অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার ভোর সাড়ে ৪টায় উপজেলাধীন মহাসড়কের শুকলালহাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। সীতাকু- ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফখরুদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১১-৮১৪৭) সীতাকু-ের শুকলালহাট নামক এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একই মুখী একটি বালু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ১৮-৩৯৭১) কে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোঃ হাসান (৩২) নামের এক বাস যাত্রী নিহত ও আরো ৩০ জনের মত আহত হয়। ঘটনার পরপর সীতাকু- ফায়ার সার্ভিস কর্মীরা এতে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহত ব্যক্তি ঢাকা জেলার রেডিও কলোনীর মোঃ হাসিবুল হাসানের পুত্র। আহতদের মধ্যে যাদের নাম পরিচয় পাওয়া গেছে তারা হলেন কক্সবাজার জেলার টেন্না নার্বাগোনা এলাকার বাসিন্দা চায়না বিফ্রু (৬০) ও তার পুত্র দেবা সিং(৩৫), একই জেলার মালুমঘাট এর ডুলহাজারা এলাকার বাসিন্দা মোঃ মঞ্জুর আলম এর স্ত্রী নাছিমা বেগম (৩০), চকরিয়া উপজেলার মোঃ নুরুল আলমের পুত্র মোঃ রফিকুল আলম (৪০), টেকনাফ উপজেলার বাসিন্দা ডগং মং এর পুত্র সাংকি মং (৩০), চৌবাড়ী এলাকার সাদিকুর আমিনের পুত্র মোঃ আবদুর সাত্তার (৬০), বাসচালক বাবুল (৪০) ও হেলপার মজনু (৩০)। আহতদের মধ্যে ৮ জনকে উদ্ধার করে সীতাকু- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ঘটনার সাথে সাথে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সীতাকু- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা মোঃ নুরুল করিম রাশেদ বলেন, এ ঘটনায় হাসপাতালে আসা আহত ৭ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চমেকে স্থানান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীতাকুন্ডে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১ আহত ৩০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ