Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে লক্ষ্যমাত্রার অর্ধেকও ধান সংগ্রহ হয়নি

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

টাঙ্গাইলের সখিপুরে সরকার কর্র্তৃক নির্ধারিত ধান সংগ্রহের অর্ধেকও ধান সংগ্রহ হয়নি। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-দুর্নীতির কারণে সখিপুরের প্রান্তিক কৃষকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। সখিপুর উপজেলায় এবার সরকার কর্তৃক নির্ধারিত প্রতি মণ ধান নয়শত বিশ টাকা হিসাবে ২ হাজার ৬ শত ৫৭ মেট্রিক টন ধান সংগ্রহ করার জন্য লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৫২ মেট্রিক টন। ঘাটতি রয়েছে ১ হাজার ৬শত ৫ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার অর্ধেক ধানও সংগৃহিত হয়নি। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-দুর্নীতি, দালাল কর্তৃক ও মিল মালিকদের নিকট থেকে ধান সংগ্রহ করার কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে প্রান্তিক কৃষকরা অভিযোগ করেন। সরকার কর্তৃক প্রতি মণ ধানের মূল্য ৯২০ টাকা। খোলা বাজারে প্রতিমণ ধানের মূল্য ৬-৭শত টাকা। সঙ্গত কারণে অসাধু কর্মকর্তা-কর্মচারীগণ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দালাল ও মিল মালিকদের নিকট থেকে কম মূল্যে ধান সংগ্রহ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক কৃষকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সখিপুরে লক্ষ্যমাত্রার অর্ধেকও ধান সংগ্রহ হয়নি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ