Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেল লাইনের উপর ঘুমিয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জেলের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ৯:২৮ এএম | আপডেট : ১২:৫৪ পিএম, ১৮ অক্টোবর, ২০২০

নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রেললাইনে ঘুমিয়ে থাকা ৩ জেলের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ভোরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার স্বল্পদশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে স্বপন মিয়া (২২) ও রিপন মিয়া (২৬) এবং একই গ্রামের কোরবান আলীর ছেলে মুখলেছ মিয়া (২৮)।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া বলেন, লাশগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরত হাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা জানায়, সারারাত স্থানীয় হাওরে মাছ ধরার একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়েন ওই তিন জেলে। তখন একটু বিশ্রাম নিতে ভোরের দিকে ওই রেল লাইনের উপরে গিয়ে বসেন এবং ঘুমিয়ে পড়েন তারা। এরপর ওই ট্রেনটি তাদেন উপর দিয়ে চলে গেলে তারা তিনজনই কাটা পড়ে মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনের কাটা পড়ে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ