Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোপে আশা দেখে না উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

ইংল্যান্ড সফরে টানা ব্যর্থতার মাশুল দিতে হলো শেই হোপকে। খারাপ ফর্মের কারণে এই ডানহাতি ব্যাটসম্যানকে নিউজিল্যান্ড সফরের দলে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে দলে ফিরেছে ইংল্যান্ড সফরে ব্যক্তিগত কারণে সরে যাওয়া শিমরন হেটমায়ার, ড্যারেন ব্র্যাভো আর কেমো পল। আগামী ২৭ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ড সফরে তিন টেস্টের ৬ ইনিংসে মোটে ১০৫ রান করেছিলেন হোপ। নিউজিল্যান্ড সফরের দলে তার বাদ পড়া তাই বড় কোন চমক নয়। টেস্টের মতো অবধারিতভাবে টি-টোয়েন্টিতেও আছেন হেটমায়ার। তবে বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে রাসেল, ওপেনার আন্দ্রে ফ্লেচার আর লেন্ডন সিমন্স এবারও নেই টি-টোয়েন্টি দলে।
টেস্ট দল : জেসন হোল্ডার (অধিনায়ক), জার্মেইন বø্যাকউড, ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামারা ব্রæকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেইস, রাহকিম কর্নওয়াল, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শামার হোল্ডার, আলজারি জোসেফ, কিমো পল, কেমার রোচ।
টি-টোয়েন্টি দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, শিমরন হেটমায়ার, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, রভম্যান পাওয়েল, কিমো পল, নিকোলাস পুরান, ওশেন টমাস, হেইডন ওয়ালশ জুনিয়র, কেসরিক উইলিয়ামস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ