Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা কোম্পানি সিনোফার্মের করোনাভাইরাস ভ্যাকসিন মানবদেহের জন্য নিরাপদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২০, ৯:৪০ পিএম

চীনা কোম্পানি সিনোফার্মের করোনাভ্যাকসিন মানবদেহের জন্য নিরাপদ, তৈরি করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা।চীনের রাষ্ট্রয়াত্ব কোম্পানিটি মেডিক্যাল জার্নাল র‌্যানসেটে তাদের ট্রায়াল ফল প্রকাশ করে এই দাবি করেছে। ট্রায়ালের তথ্য উপাত্ত দিয়ে তারা বলছে, তাদের তৈরি ভ্যাকসিন যথেষ্ট সফল। এই গবেষণার আওতায় ১৮ থেকে ৮০ বছর বয়সীদের বিবিআইবিপি-করভি নামের এই টিকা দেয়া হয়। সকল টিকা গ্রহণকারীর শরীরে এন্টিবডির প্রতিক্রিয়া দেখা গেছে। তবে ষাটোর্ধদের শরীরে টিকার প্রতিক্রিয়া ধীর। -দ্য ল্যানসেট, ডেইলি মেইল, খালিজ টাইমস, গ্লোবাল টাইমস
টকা গ্রহণকারী ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের শরীরে এন্টিবডি ২৮ দিনের মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু এরচেয়ে বেশি বয়সীদের এ জন্য ৪২ দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে। তবে এ গবেষণায় ভ্যাকসিনটির কার্যকারিতার উল্লেখ না থাকায় এটি করোনা থেকে লোকজনকে রক্ষা করতে সক্ষম কিনা তা বলা যাচ্ছে না। বর্তমানে ৪২টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এর একেকটি একেক ধরণের। এর কয়েকটি ইতোমধ্যে নিরাপদ ও প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম বিবেচিত হয়েছে। বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস এর অধ্যাপক ইয়াং শাওমিং বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে করোনার বিরুদ্ধে ব্যাপকভাবে এন্টিবডি তৈরিতে টিকার অতিরিক্ত ডোজ দরকার যা সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ