Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় দিবসে সাইক্লিং

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২০, ৮:২৫ পিএম

এ বছর বিজয় দিবসে সাইক্লিং টুর্নামেন্টের আয়োজন করবে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। এছাড়া মুজিববর্ষেও প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে অ্যাডহক কমিটির প্রথম সভায়। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সস্থ ফেডারেশনের কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি জোবেরা রহমান লিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক তাহেরুল আলম চৌধুরী স্বপন, সহ-সভাপতি আবদুল গাফফার ও তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ শেখ সাজেদ উল্লাহ সাজু, দুই যুগ্ম সম্পাদক এমএ কুদ্দুস ও সাহিদুর রহমান সাহিদ ছাড়াও সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাধারণ সম্পাদক স্বপন বলেন, ‘আজ (শনিবার) আমরা কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রথম সভায় বসেছিলাম। ফলপ্রসু আলোচনা হয়েছে। বিজয় দিবসে একটি টুর্নামেন্টের আয়োজন করতে চাই আমরা। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে সুবিধা মতো সময়ে আরও একটি টুর্নামেন্টের আয়োজন করতে চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ