Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গিনির সামরিক প্রধান দুর্বৃত্তের হামলায় নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২০, ৭:৪৪ পিএম

পশ্চিম আফ্রিকার গিনিতে আগামীকাল রোববার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এর মধ্যেই দেশটিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির সামরিক প্রধান কর্নেল মামাদি কন্ড গিনির অন্যতম বড় শহর কিন্ডার সামোরিয়া সেনাক্যাম্পে একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলায় মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার গিনি কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
উত্তেজনাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে দুজন সাবেক প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছেন। এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট আলফা কন্ড তৃতীয় মেয়াদ ক্ষমতায় আসতে চাইছেন। তা নিয়ে ইতিমধ্যে দেশটিতে বিক্ষোভ ও মারাত্মক সহিংসতা শুরু হয়েছে।
বিবিসি জানিয়েছে, দেশটিতে বিদ্রোহের চেষ্টার খবর পাওয়া গেছে এবং সেনাসদস্যরা তাঁদের কয়েকজন সহকর্মীকে মুক্তি দেওয়ার জন্য অস্ত্র দখল করেছেন।
দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা সামরিক শিবির সুরক্ষিত করেছে এবং তদন্ত শুরু করেছে। সেনা গৃহীত কর্মসূচিতে রাস্তায় সংঘর্ষ ও গ্রেপ্তার বাড়তে পারে।
দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্ট আলফা কন্ডের মুখোমুখি হচ্ছেন সেলু ড্যালেন ডায়ালোর। নির্বাচনের আগে আলফার পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী সিদা ট্যুরকে দেশের বাইরে যেতে বাধা দেওয়া হয়েছে।
আলফার তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর বিষয়টির তীব্র বিরোধিতা করছেন প্রতিপক্ষরা। এ নিয়ে দেশটির বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়েছে। দেশটিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ