Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজী সোমার প্রথম মৌলিক গান বাবুয়া বাবুয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

সঙ্গীতশিল্পী কাজী সোমা দীর্ঘদিন ধরে গান করলেও কখনো মৌলিক গান করেননি। তার এই অপেক্ষা শেষ হচ্ছে, প্রথম মৌলিক গান প্রকাশ করার মাধ্যমে। গানের শিরোনাম ‘বাবুয়া বাবুয়া’। গানটি লিখেছেন এবং সুর করেছেন অনিক সাহান। সঙ্গীতায়োজনও করেছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে গানটি গতকাল প্রকাশিত হয়েছে। সম্প্রতি এফডিসির এক নম্বর ফ্লোরে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নৃত্যপরিচালক হাবিব রহমান। জীবনের প্রথম মৌলিক গান প্রকাশ করা নিয়ে কাজী সোমা বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে আমি প্রথম মৌলিক গানটি বেশ ভালোভাবে করতে পেরেছি। অনেক শ্রদ্ধা আমার গানের অনুপ্রেরণা শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামকে। তার প্রতি ভালোবাসা থেকেই আমার আজকের সঙ্গীতশিল্পী হয়ে উঠা। আমি মূলত স্টেজ শো’তেই বেশি গান গেয়ে থাকি। এ কারণে একটু নৃত্য নির্ভর গান করেছি। গানের কথা ও সুর শ্রোতা-দর্শকের ভালো লাগবে। সাউন্ডটেকের বাবুল ভাইয়ের প্রতি এবং গীতিকার আহমেদ রিজভী ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ সাংবাদিক অভি মঈনুদ্দীনের কাছে যিনি আমার মৌলিক গান করার পেছনে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন। আমার বিশ্বাস, ‘বাবুয়া বাবুয়া’ই আমাকে আগামী দিনের পথচলাতে অনুপ্রেরণা যোগাবে।’ এদিকে এখনো স্টেজ শো’তে পারফর্ম্যান্স শুরু করেননি কাজী সোমা। সোমা বলেন, ‘অনেকেই স্টেজ শো’তে পারফর্ম করা শুরু করেছেন। আমি আরেকটু সময় নিয়ে শুরু করতে চাচ্ছি। কারণ করোনার প্রভাবটা এখনো স্বাভাবিক হয়নি। স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিবারের কথা চিন্তা করে নিরাপদে থাকতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ