Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

চম্পা বনিকে নতুন দুই গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

ক্লোজআপ ওয়ান এবং সেরাকন্ঠ প্রতিযোগিতার শিল্পী চম্পা বনিক। এই দুই প্রতিযোগিতায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সঙ্গীতশিল্পী হিসেবে মিডিয়ায় তার যাত্রা শুরু করেন। ইতোমধ্যে শ্রোতাদের মন জয় করেছেন। সম্প্রতি এ শিল্পী নতুন দুইটি গানে কণ্ঠ দিয়েছেন। গান দুটি হচ্ছে, ‘প্রেমের আলো’ এবং ‘স্মৃতির জানালা’। দুটি গানই লিখেছেন জামাল হোসেন। নতুন গান প্রসঙ্গে চম্পা বণিক বলেন, ‘নতুন দুটি গানের কথা এবং সুর অন্যরকম। আমি কৃতজ্ঞ জামাল ভাই, রেজওয়ান শেখ এবং মুহিনের কাছে যারা চমৎকার দুটি গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। ভীষণ ভালো লেগেছে গান দুটি। গান দুটি নিয়ে আমি খুবই আশাবাদী। গান দু’টিতে শ্রোতারা আমাকে নতুনভাবে পাবেন আশা করছি।’ এদিকে আগামী দুর্গাপূজা উপলক্ষ্যে অধরা জাহানের কথায় ও কে ডি উজ্জ্বল’র সুর সঙ্গীতে ‘অঞ্জলি তব চরণে’ এবং বিটিভির আয়োজনে সুমন সাহার কথায় ও ফোয়াদ নাসের বাবুর সুর সঙ্গীতে আরো একটি পূজার গান গেয়েছেন। বিজয়া দশমীতে বাংলা টিভিতে প্রচার হবে চম্পা বণিকের একক সঙ্গীতানুষ্ঠান। এনটিভিতে আগামী ২৪ অক্টোবর পূজার বিশেষ অনুষ্ঠানে থাকবেন সরাসরি। ইতোমধ্যে সিনেমায় মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘রাবেয়া বেগম’ সিনেমায় এন আই বুলবুলের কথায় ও অমিত চ্যাটার্জির সুর সঙ্গীতে দুটি গান গেয়েছেন। এই দুটি গান নিয়েও ভীষণ আশাবাদী চম্পা বনিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চম্পা-বনি

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ