Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস্ক ছাড়াই প্রকাশ্যে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

করোনা মহামরির কারণে গত মার্চেই বাকিংহাম প্যালেস ছেড়ে উইনসর ক্যাসলে কোয়ারেন্টিনে চলে গিয়েছিলেন তিনি। তারপর গতকাল প্রথমবারের প্রকাশ্যে আসলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তবে, তার মুখে কোন মাস্ক দেখা যায়নি। ফলে অবাক হয়েছেন অনেকেই।
গতকাল ৯৪ বছর বয়সী রানি তার নাতি প্রিন্স উইলিয়ামের সঙ্গে ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরি পরিদর্শনে যান। এসময় তার মুখে মাস্ক না থাকলেও শারীরিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়। জানা গেছে, ব্রিটিশ সরকার প্রায় সব জায়গায় মাস্ক বাধ্যতামূলক করলেও রানি তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে আলাপ করে মাস্ক ছাড়াই ভ্রমণের সিদ্ধান্ত নেন। রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, চিকিৎসক এবং বিজ্ঞানীদর সঙ্গে আলোচনার পর রানি মাস্ক ছাড়া বাইরে বের হন।
মা রানি এলিজাবেথের (দ্য কুইন মাদার) মৃত্যুর পর ১৯৫২ সালে যুক্তরাজ্যের সিংহাসনে বসেন দ্বিতীয় এলিজাবেথ। তিনি ব্রিটিশ সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় আসীন থাকা ব্যক্তি। ৬৮ বছর ধরে রাজকীয় দায়িত্ব পালন করা এলিজাবেথ এই প্রথম এতদিন আনুষ্ঠানিক দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন। টুকটাক যা কাজ করেছেন, সবটাই অনলাইনে। দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, এই দিনগুলোতে রানি তার রেডবক্সের মাধ্যমে সংসদ থেকে প্রতিনিয়ত আপডেট পেয়েছেন। একই সঙ্গে বরিস জনসন সপ্তাহে একবার করে তার সঙ্গে ফোনে কথা বলেছেন। সূত্র : সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ