মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানিয়েছে ইউরোপ।জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার যৌথ বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন। এতে বলা হয়, এ বসতি স্থাপন আন্তর্জাতিক আইন লংঘন। -আল জাজিরা, বিবিসি, আরব নিউজ, রয়টার্স, ইরনা
বিবৃতিতে বলা হয়, দ্বিজাতি সঙ্কট সমাধান; শান্তি আলোচনা এবং ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত বন্ধের পথে বাধা হয়ে দাঁড়াবে। পক্ষগুলোর মধ্যে আস্থা তৈরি হবে না। তারা বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে এ সপ্তাহে ৩ হাজার বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল। ৮ মাস সেখানে বসতি সম্প্রসারণ বন্ধ রেখেছিলো দেশটি। আন্তর্জাতিক আইনে সেখানে বসতি স্থাপন অবৈধ। ফিলিস্তিনের কর্মকর্তা এবং আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে-দ্বিজাতি রাষ্ট্র সমস্যা সমাধানের প্রধান বাধা বসতি স্থাপন। বসতি পর্যবেক্ষক গ্রুপ পিস নাউ বলছে, নতুন অনুমতি পাওয়ায় এ বছর পশ্চিম তীরে ইসরায়েলি বসতি হবে ১২ হাজার ১৫০টি। ২০১২ সালে পর্যবেক্ষণ শুরু করে। এ বছর সর্বোচ্চ সংখ্যক বসতি অনুমতির অনুমোদন দিয়েছে ইসরায়েল।
ইউরোপিয় মন্ত্রীরা বলছেন, ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিও বসতি সম্প্রসারণের কারণে ব্যাহত হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সউদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু এ ক্ষেত্রে রিয়াদ জোর দিয়েছে ফিলিস্তিন ইস্যুতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।