Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানিয়েছে ইউরোপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ৭:০৩ পিএম

অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানিয়েছে ইউরোপ।জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার যৌথ বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন। এতে বলা হয়, এ বসতি স্থাপন আন্তর্জাতিক আইন লংঘন। -আল জাজিরা, বিবিসি, আরব নিউজ, রয়টার্স, ইরনা
বিবৃতিতে বলা হয়, দ্বিজাতি সঙ্কট সমাধান; শান্তি আলোচনা এবং ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত বন্ধের পথে বাধা হয়ে দাঁড়াবে। পক্ষগুলোর মধ্যে আস্থা তৈরি হবে না। তারা বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে এ সপ্তাহে ৩ হাজার বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল। ৮ মাস সেখানে বসতি সম্প্রসারণ বন্ধ রেখেছিলো দেশটি। আন্তর্জাতিক আইনে সেখানে বসতি স্থাপন অবৈধ। ফিলিস্তিনের কর্মকর্তা এবং আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে-দ্বিজাতি রাষ্ট্র সমস্যা সমাধানের প্রধান বাধা বসতি স্থাপন। বসতি পর্যবেক্ষক গ্রুপ পিস নাউ বলছে, নতুন অনুমতি পাওয়ায় এ বছর পশ্চিম তীরে ইসরায়েলি বসতি হবে ১২ হাজার ১৫০টি। ২০১২ সালে পর্যবেক্ষণ শুরু করে। এ বছর সর্বোচ্চ সংখ্যক বসতি অনুমতির অনুমোদন দিয়েছে ইসরায়েল।
ইউরোপিয় মন্ত্রীরা বলছেন, ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিও বসতি সম্প্রসারণের কারণে ব্যাহত হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সউদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু এ ক্ষেত্রে রিয়াদ জোর দিয়েছে ফিলিস্তিন ইস্যুতে।



 

Show all comments
  • Jack Ali ১৬ অক্টোবর, ২০২০, ৯:০৫ পিএম says : 0
    When Muslim used to carry out Jihad to root out fascist ruler, they always won the war, now muslim have everything but they are the worst nations on earth: Allah [SWT] Mentioned in Qur'an in Surah At-Taubah Ayat: 24: Say; I your fathers, your sons, your brothers, your wives, your kindred, the wealth that you have gained, the commerce in which you delight are dearer to you than Allah and His Messenger, and striving hard and fighting in His Cause, then wait until Allah brings about His Decision [torment]. And Allah guides not the people who are Al-Fasiqun [the rebellious, disobedient to Allah].
    Total Reply(0) Reply
  • Jack Ali ১৬ অক্টোবর, ২০২০, ৯:০৬ পিএম says : 0
    Allah has promised those who have believed among you and done righteous deeds that He will surely grant them succession [to authority] upon the earth just as He granted it to those before them and that He will surely establish for them [therein] their religion which He has preferred for them and that He will surely substitute for them, after their fear, security, [for] they worship Me, not associating anything with Me. But whoever disbelieves after that - then those are the defiantly disobedient." (QS. An-Nur: 55)
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ