Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়ন আরো এক ধাপ এগিয়ে : পাল্টে যাচ্ছে দৃশ্যপট আড়িয়াল খাঁর উপর নির্মিত হবিগঞ্জ ও শম্ভূক সেতু এ বছরই উদ্বোধনের সম্ভাবনা

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

আবুল হাসান সোহেল, মাদারীপুর থেকে : দীর্ঘদিনের অবহেলিত জনপদে বর্তমান সরকারের উন্নয়নের আরো এক ধাপ এগিয়ে বাস্তবরূপ নিতে যাচ্ছে আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত হবিগঞ্জ ও শম্ভূক সেতু। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে মানুষ ও যানবাহন চলাচলের জন্য উদ্বোধন করে খুলে দেয়া হবে প্রত্যাশিত সেতু দুটির সোনালী দ্বার। এতে পাল্টে যাচ্ছে দৃশ্যপট : লাঘব হচ্ছে এ অঞ্চলের মানুষের শত বছরের দুঃখ-কষ্ট-দুর্ভোগ। যার নেপথ্যে রয়েছে জেলার কৃতী সন্তান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি ও নূর-ই-আলম লিটন চৌধুরী এমপির বলিষ্ঠ ভূমিকা। তাদের প্রচেষ্টায় অবহেলিত জনপদে উন্নয়নের ছোঁয়া লেগেছে।
বর্তমান সরকারের নিজস্ব অর্থায়নে মাদারীপুরের ত্রিভাগদী-জিসি-মিঠাপুরহাট-হবিগঞ্জহাট-শেখপুর-মোল্লারহাট সড়কের হবিগঞ্জ আড়িয়াল খাঁ নদীর উপর ৬৩ কোটি ৯৪ লাখ ৯২ হাজার টাকা এবং শিবচরের শম্ভূক আড়িয়াল খাঁ নদীর উপর ৭০ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ৫২০ মিটার দৈর্ঘ্যরে দুটি সেতুর নির্মাণ কাজ শুরু হয়। এর মধ্যে শম্ভূক সেতুর নির্মাণ কাজ ২০১৩ সালের ১৩ আগস্ট শুরু হয়ে চলতি বছর ১২ ফেব্রæয়ারি শেষ হয়। হবিগঞ্জ সেতুর নির্মাণ কাজ ২০১৩ সালের ১৫ ফেব্রæয়ারি শুরু হয়ে চলতি বছর ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা। সেতু দুটি খুব শীঘ্রই লক্ষাধিক মানুষের পরাপারের বন্ধু হয়ে উঠবে।
নদী বেষ্টিত একটি দ্বীপাঞ্চল মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়ন। আড়িয়াল খাঁ নদী চতুর্দিক থেকে ঘিরে রেখেছে এই ইউনিয়নটিকে। এ ইউনিয়নসহ পাশর্^বর্তী কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের পাঁচশ’ বছরের নৌপথ চলার দুর্ভোগ দূর করতে আড়িয়াল খাঁ নদীর উপরে ২টি সেতু নির্মাণ কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। সেতু দুটি চালু হলে খুব সহজেই নদী বেষ্টিত দ্বীপাঞ্চলের ধুরাইলসহ ৫/৬টি ইউনিয়নের মানুষ উপজেলা ও জেলা শহরসহ ঢাকার সাথে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে ভূমিকা রাখবে। বাড়বে শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান। এক সময়ের অশান্ত জনপদে ফিরে আসবে শান্তি, উন্নত হবে আইন-শৃংখলা, স্বস্তি ফিরে আসবে মানুষের মনে।
ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান মৃধা বলেন, ‘প্রায় পাঁচশ’ বছরের অধিক সময় ধরে ধুরাইল ইউনিয়নের জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। আড়িয়াল খাঁ নদীর উপর ২টি ব্রিজ নির্মাণ করায় ৫/৬টি ইউনিয়নের জনগণের ভাগ্যের চাকা খুলে যাচ্ছে।
মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী নির্মল কুমার বিশ্বাস বলেন, বাংলাদেশ সাউথ ওয়েস্টার্ন রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ও শিবচরের শম্ভূক আড়িয়াল খাঁ নদীর উপর দুটি ব্রিজের কাজ বাস্তবায়িত হচ্ছে। শিবচরের ৫২০ মিটার শম্ভূক ব্রিজের কাজ ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে এবং হবিগঞ্জ ব্রিজের হালনাগাদ কাজের অগ্রগতি হচ্ছে ৭০ ভাগ। আগামী ডিসেম্বরে এ কাজ সমাপ্ত হবে। ব্রিজ দুটির নির্মাণ কাজ শেষ হলে শিবচর তথা ঢাকা এবং পদ্মা ব্রিজের এপ্রোজের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপন হবে এবং ঢাকার সাথে দূরত্ব অনেক কম হবে। মানুষের দীর্ঘদিনের চাহিদাও পূরণ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ