Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

র‌্যাব পরিচয়ে ট্রাক ছিনতাইয়ের চেষ্টা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামে র‌্যাব সদস্য পরিচয়ে ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল নগরীর ষোলশহর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার ও ট্রাকটি উদ্ধার করা হয়। তারা হলেন- মো. মনসুর আলম (৩৫) ও মো. মিন্টু (৩৫)। মনসুরের বাড়ি চট্টগ্রামের রাউজানে আর মিন্টুর বাড়ি সাতকানিয়া উপজেলায়।
পুলিশ জানায়, নগরীর শাহ আমানত সেতু এলাকায় ট্রাকটি থামিয়ে র‌্যাব পরিচয়ে এক যুবক চালকের পাশের সিটে বসে পড়ে।
অপর দুইজন মোটরসাইকেল আরোহী ট্রাকটির সামনে পেছনে থেকে পাহারা দিয়ে তাদের কথামতো চালাতে বলে। নগরীর ষোলশহর এলাকা অতিক্রমকালে বিষয়টি ট্রাফিক পুলিশের নজরে এলে তারা র‌্যাবের সাথে যোগাযোগ করে জানতে পারে সেখানে র‌্যাবের কোন অভিযান নেই। পরে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। একজন পালিয়ে যায়। উখিয়ার কুতুপালং থেকে ট্রাকটি সুপারি নিয়ে ঢাকায় যাচ্ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাক-ছিনতাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ