Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়হানের পরিবারকে দেখতে গেলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ৯:৪৯ পিএম

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশী নির্যাতনে নিহত রায়হানের বাড়িতে গেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। সেখানে যেয়ে রায়হান আহমদের পরিবারের সদস্যদের শান্তনাও দেন তিনি। এসময় পরিবারের সদস্যরা পুলিশ কমিশনারের কাছে দাবি জানান ন্যায় বিচারের। এসময় গণমাধ্যমের সাথে আলাপকালে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, এসআই আকবর দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সে জন্য সকল সীমান্তে জারি করা হয়েছে সতর্কতা। আকবর ছাড়া এ হত্যার ঘটনায় সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার হওয়া সকল পুলিশ সদস্য তাদের কাছে রয়েছে বলে জানান তিনি। পিবিআই চাইলে যে কোনো সময় এদেরকে তাদের হাতে তুলে দেয়া হবে বলেও আশ^ত্ব করেন তিনি। এছাড়াও এই মামলায় আমরা পিবিআইকে সব ধরণের সহযোগিতা করা হচ্ছে। ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে তারা কাজ করছেন বল্ওে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট মহানগর পুলিশ কমিশনার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ