প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি দুবাই সফর শেষে দেশে ফিরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। হবু বরের সাথে তিনি দুবাই গিয়েছিলেন। সেখানে বিয়ের শপিং করেছেন বলে জানা যায়। ফারিয়া জানান, শুধু যে বিয়ের শপিং করতে গিয়েছি, তা নয়। অবসর কাটানোর জন্যই মূলত সেখানে যাওয়া। করোনার কারণে অনেকদিন ঘরবন্দি ছিলাম। তাই একটু ঘুরতে গিয়েছিলাম। এই ফাঁকে বিয়ের শপিংও করে ফেললাম। ‘রথ দেখা কলা বেচা’র মতো আর কি! বিয়ের তারিখ কি ঠিক হওয়া নিয়ে ফারিয়া বলেন, এখনও ঠিক হয়নি। করোনার কারণে সব কিছু এলোমেলো হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে দিনক্ষণ চূড়ান্ত করা যাচ্ছে না। আমাদের অনেক আত্মীয়-স্বজন দেশের বাইরে আছেন। এই সময় বিয়ের আয়োজন করলে অনেকেই আসতে পারবেন না। তাই একটু সময় নিচ্ছি। সব কিছু নরমাল হলে ঘটা করে সবাইকে আমন্ত্রণ জানাবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।