Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক স্ত্রীকে বাড়ি থেকে বের করার চেষ্টা করছেন ফিল কলিন্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

গুজব রটেছে গায়ক ফিল কলিন্সের সাবেক স্ত্রী লাস ভেগাসে গোপনে বিয়ে করেছেন আর তার পরই তিনি তার প্রাক্তন স্ত্রীকে তার বাড়ি থেকে বের হয়ে যাবার জন্য আইনি পদক্ষেপ নিয়েছেন কলিন্সের দাবি বাড়িটি তার নিজের এবং তার নখরা নিয়ে তিনি বিরক্ত। বিভিন্ন সূত্র জানিয়েছে বিশ্বখ্যাত ড্রামার-গায়ক-গীতিকার কলিন্সের সঙ্গে তার স্ত্রী অরিয়েন সেভির বনিবনা হচ্ছিল না। সবচেয়ে বড় কথা সেভি গত আগস্টে আবার বিয়ে করেছেন আর তাই কলিন্স আর চাইছেন না তিনি ফ্লোরিডার বাড়িটিতে থাকুন। জান গেছে ফিল প্রথমে মৌখিকভাবে তাকে বলেছিলেন বাড়িটি ছাড়তে, কিন্তু সেভি অস্বীকার করেন আর হুমকি দেন ফিলকে নিয়ে গোপন তথ্য ফাঁস করে দেবেন।সাবেক স্ত্রী তাকে পরামর্শ দেন ২০০৮ সালের বিবাহবিচ্ছেদের বিষয় নিয়ে নতুন করে আলোচনা শুরু করতে। বিবাহবিচ্ছেদের সময় কলিন্স সেভিকে ৪৬.৭৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেন। তবে এর পর খোরপোষের জন্য তাকে আর কোনও অর্থ দেননি কলিন্স। জানা যায় সেভি ক্ষতিপূরণ থেকে প্রাপ্ত অর্থ বিভিন্ন ভুল জায়গায় বিনিয়োগ করে নষ্ট করেছেন। শুক্রবার দুপুরে বাড়ি ছাড়ার নোটিশ দেয় হরেও সেভি তা মানেননি। তর আইনজীবী এ ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিল-কলিন্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ