Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শরীরে অতিরিক্ত আঘাতেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রায়হানের ময়না তদন্ত কমিটির প্রধান ডা: শামসুল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ৭:৫৯ পিএম

শরীরে অতিরিক্ত আঘাত হয়েছিল রায়হানের। সেকারনেই মৃত্যু হয়েছে হতভাগা রায়হানের। তার লাশ ২য় দফা ময়না তদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ড প্রধান ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ডা. শামসুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ অক্টেবার) রায়হানের দ্বিতীয় ময়না তদন্ত শেষে এমনটি বলেন সাংবাদিকদের তিনি। তদন্ত কমিটি প্রধান ডা. শামসুল বলেন, রায়হানের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে অনেকগুলো। প্রচন্ড মারধর করা হয়েছে তাকে। এসব কারণেই মৃত্যু হতে পারে তার। তবে ময়না তদন্তের রিপোর্ট এলে এ ব্যাপারে বলা যাবে বিস্তারিত। এদিকে দ্বিতীয়বার ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আবারও করা হয়েছে তার লাশ দাফন ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ