Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আইনের লোক হয়ে আইন হাতে তুলে নিয়েছে পুলিশ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ৪:৩৫ পিএম

রায়হান হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তুমুলক শাস্তির দাবীতে সিলেটে কোমর বেঁধে মাঠে নেমেছেন বাংলাদেশ আ্ওয়ামীলীগের কেন্দ্রিয় সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তার ঝাঁঝালো তেজ তৃপ্তি কন্ঠে বেগবান হচ্ছে রায়হান হত্যার বিচারের দাবী। মানববন্ধন, সভা সমাবেশে স্মারকলিপি প্রদান সহ সর্বত্র তিনি চষে বেড়াচ্ছেন তিনি। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রধানকালে উপস্থিত জনতার উদ্দেশে বলেছেন, বিচার কেবল আকবরের নয়, তার আশ্রয় প্রশয়কারীদেরর বিচারের আওতায় আনতে হবে। খোঁজে বের করতে হবে তাদেরর। তিনি এসময় উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, অতীতে শিশু রাজন, খাদিজা, সহ বিবিআর ঘটনায় সাংবাদিকরা মাঠে ছিল সোচ্চার। এখন্ও সাংবাদিকদের নিয়ে হত্যাকারীদের শাস্তির নিশ্চিত করতে হবে। রায়হান হত্যার বিচার চেয়ে মাঠে রায়হানের মা সহ তার শিশু কন্যাও। বসে নেই আমজনতা। কোন উশৃংখল আচরণ নয়, আইনের লোক হয়ে আইন হাতে তুলে নিয়েছে বলে আমরা আইন হাতে তুলে নিবো না। আমরা সুন্দর করে এগুতে হবে। এসময় রায়হানের আখালিয়া এলাকার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান বলেন, রায়হান হত্যার বিচার দাবী কোন রাজনৈতিক আন্দোলন নয়। এ বিষয় ভিন্নখাতে প্রবাহের সুযোগ দেয়া হবে না। অবিলম্বে অভিযুক্ত আকবরকে গ্রেফতার সহ দৃষ্টান্তমুলক বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে অচল করে দেয়া হবে সিলেট। এসময় আকরের ফাঁসি-- চাই ফাঁসি-- চাই শ্লোগানে প্রকম্পিত করে তুলে প্রতিবাদী জনতা গোটা জেলা প্রশাসক কার্যালয় চত্বর। দুপুর ১২টার দিকে নগরীর তালতলাস্থ রেজিষ্ট্রারি মাঠ থেকে মিছিল সহ স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের আসেন বৃহত্তর আখালিয়া (বার হামছায়া) সংগ্রাম পরিষদ। পরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর ওই স্মারকলিপি তুলে দেওয়া হয় জেলা প্রশাসকের হাতে। সিলেট জেলা প্রসাশক কাজী এমদাদুল ইসলাম আশ্বস্থ করে বলেন, জড়িতদের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, নিহত রায়হান উদ্দিন আহমদের মা সালমা বেগম, স্ত্রী তাহমিনা আক্তার তান্নি, একমাত্র শিশুকন্যা রাহনুমা আক্তার আলফা। এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল হাদী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলেছুর রহমান কামরান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ:


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ