Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনিয়ন পরিষদ নির্বাচন : মধুখালীতে নৌকার পথসভা জনসভায় পরিনত

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ১:৪৭ পিএম

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকদি ইউনিয়ন পরিষদের নির্বাচন জমে উঠেছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত গাজনা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আকরাম হোসেন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাদেকুর রহমানের সঞ্চালনায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামসুল হক ভোলা মাষ্টার।
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুখেন মজুমদারের পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম ক্রিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, ফরিদপুর জেলা কৃষকলীগের সাবেক সভাপতি সৈয়দ কবিরুল আলম মাও, সিনিয়র সহসভাপতি রতন কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, যুগ্ম সাধারন সম্পাদক মো. ইলিয়াছ মিয়া, এ্যাড. আলীউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, প্রার্থী সুখেন মজুমদার, জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ রায়, ঢাকা সিটিকোর্পরেশনের কাউন্সিলর শিখা চক্রবর্তী, খন্দকার মুঞ্জুর হোসেন, বীরমুক্তিযোদ্ধা ইফতেখার আজম নীলু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ডাঃ শামসুল আলম দুলাল,মেহেদী হাসান কামাল, ওয়ার্ড আওয়ামীলীগর নেতা মোঃ মঞ্জুর রহমান মোল্যা, হেলালউদ্দিন সরদার এবং জোমারত হোসেন শেখসহ প্রমুখ ।
সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে পথসভাস্থলে নৌকার সমর্থনে শ্লোগানে শ্লোগানে
পথ সভা জনসভায় পরিনিত হয়। সভা চলে গভীর রাত পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ