Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতার হাতল ও সাবানের ভেতরে ইয়াবা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

এবার ছাতার হাতলে ভরে এবং সাবানের ভেতরে লুকিয়ে পাচারের সময় ধরা পড়েছে ইয়াবার চালান। সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ তিন পাচারকারীকে গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. ছাইকুল ইসলাম (৫০), মো. আইয়ুব (৪১) ও জাহাঙ্গীর আলম (৪৬)।
কোতোয়ালী থানা পুলিশ নগরীর নতুন রেলস্টেশন এবং লালখান বাজারের বাগঘোনায় অভিযান চালিয়ে এ তিনজনকে পাকড়াও করে। নগর পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, তাদের ইয়াবা পাচারের কৌশল দেখে আমরা হতবাক হয়েছি। প্লাস্টিকের ব্যাগের তলায় গাম লাগিয়ে সাবানের ভেতরে ও ছাতার হাতলে কক্সবাজার থেকে এসব ইয়াবা চট্টগ্রাম আনা হয়। এদিকে নগরীর পাহাড়তলী থানার পশ্চিম নাসিরাবাদ থেকে ১৪ হাজার ১৪০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪২) ও নুর জাহান বেগম (৩২)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবানের-ভেতর-ইয়াবা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ