Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনের ইঞ্জিনে ফেনসিডিল আটক ১

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

র‌্যাবের অভিযানে ট্রেনের ইঞ্জিনের ভিতর থেকে ১০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক পাচাকারীসহ সহকারী ট্রেন চালকের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ট্রেনের ইঞ্জিনের ভেতর একটি বক্সে ফেন্সিডিল পাচার হওয়ার খবর পায় র‌্যাব।
এ সময় সেখানে অভিযান চালিয়ে ট্রেনের ইঞ্জিনের ভিতর থেকে ১০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ মো. ফরহাদ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
সে দিনাজপুরের বিরামপুর উপজেলার চকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানাগাছে।
উদ্ধার হওয়া মালামালসহ গ্রেফতারকৃত যুবককে সান্তাহার রেলওয়ে থানায় সোর্পদ করা হয়। এ ব্যাপারে মাদক পাচারকারী ফরহাদ ও সহকারী ট্রেন চালক মনিরুজ্জামানের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনের-ইঞ্জিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ