Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আক্রান্ত হলে হারাচ্ছে শ্রবণশক্তি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম


ব্রিটেনে ৪৫ বছরের এক করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, যাঁর শ্রবণশক্তি হারিয়ে গিয়েছে করোনা আক্রান্ত হওয়ার পর। অ্যাস্থমা ছাড়া আর কোনও রোগই আক্রান্তের ছিল না। কিন্তু করোনা থেকে সেরে ওঠার পর তিনি আর কানে শুনতে পাচ্ছেন না। চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু সেরে ওঠার পর দেখা যায় তিনি নিজের বাঁ কানে আর শুনতে পাচ্ছেন না। যদিও করোনা আক্রান্ত হওয়ার আগে তার শোনার কোনও সমস্যা ছিল না। এসএসএইচএল রোগে তিনি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, এইডস, সিফিলিসের মতো ভাইরাসের কারণে অনেক সময়ে এমন সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা বলেছেন, সামান্য স্বাস্থ্যের উন্নতি হয়েছে ওই আক্রান্তের। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে দাবি করা হয়েছে, এটি ইংল্যান্ডের প্রথম কেস, যেটিতে একজন করোনা আক্রান্ত শ্রবণক্ষমতা হারিয়েছেন। সারা পৃথিবীতে এমন আরও চারটি কেসের উদাহরণ দিয়েছেন গবেষকরা। চিকিৎসকরা বলছেন, যখন ইন্টেনসিভ কেয়ারে চিকিৎসা চলে, তখন কানের সামান্য সমস্যাকে চিকিৎসকরা হয়ত এড়িয়ে যাচ্ছেন। কিন্তু এ নিয়ে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। সূত্র : ব্রিটিশ গবেষণা রিপোর্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ